চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের বিক্ষোভ ও সমাবেশ

প্রকাশ : ১৪ জুলাই ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকার মিরনজিল্লাসহ হরিজন পল্লির বাসিন্দাদের ওপর হামলা, দেশের নানা স্থানে ধর্মীয় সংখ্যালঘুদের উচ্ছেদ ও ভূমি দখলের অবসান এবং নির্যাতন নিপীড়ন অনতিবিলম্বে বন্ধের দাবিতে কেন্দ্রীয় পূজা পরিষদ গৃহীত কর্মসূচি অনুযায়ী চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকালে শহরের শপথ চত্বর মোড় এলাকায় বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়রসহ সভাপতি নরেন্দ্র নারায়ণ চক্রবর্তীর সভাপতিত্বে ও পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন সরকার জয়ের পরিচালনায় বক্তারা বলেন, হরিজন সম্প্রদায়ের মানুষ এদেশের নাগরিক। তাদের কোনোভাবেই উচ্ছেদ করা যাবে না। হরিজন সম্প্রদায়ের মানুষ বাংলাদেশের প্রায় ৩০০ বছর ধরে বসবাস করছে। তাদের ভোটে আপনারা জনপ্রতিনিধিরা নির্বাচিত হন। নির্বাচনের পর আপনারা তাদেরকে উচ্ছেদের পাঁয়তারা করছেন। আর যদি কোনো সংখ্যালঘুদের উপর ও বাড়িঘরে হামলা করা হয় বা উচ্ছেদের পরিকল্পনা করা হয় আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।