ন্যাটো ও যুক্তরাষ্ট্র বিশ্ব শান্তির জন্য ‘গুরুতর হুমকি’ : উত্তর কোরিয়া
প্রকাশ : ১৪ জুলাই ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
ন্যাটো ও যুক্তরাষ্ট্রকে বিশ্ব শান্তির জন্য গুরুত্বর হুমকি বলে নিন্দা করেছে উত্তর কোরিয়া। ন্যাটোর একটি ঘোষণাপত্রে পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তা করার অভিযোগ আনা হয়। গতকাল শনিবার এই ঘোষণাপত্রের সমালোচনা করে এমন মন্তব্য করে দেশটি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
গত বুধবার উত্তর কোরিয়া ও ইরানের বিরুদ্ধে সরাসরি মস্কোকে সরাসরি সামরিক সহায়তা দিয়ে যুদ্ধে ইন্ধন জোগানোর অভিযোগ করেছেন ন্যাটো নেতারা। শীর্ষ এই বৈঠকে কিয়েভের জন্য সদস্যপদের প্রতিশ্রুতির ওপর জোর দেন তারা। একইসঙ্গে মস্কোকে সমর্থনের জন্য চীনের বিরুদ্ধে আরও শক্তিশালী অবস্থান নেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের বরাত দিয়ে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানিয়েছে, ১০ জুলাই ‘ওয়াশিংটন সামিট ডিক্লারেশন’ প্রকাশ করা হয়। ঘোষণাপত্রটি এটিই প্রমাণ করে, যুক্তরাষ্ট্র ও ন্যাটো তাদের সংঘাতের হাতিয়ারে পরিণত হয়েছে এবং বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছ।