ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ইন্টার্ন চিকিৎসক আত্মহত্যায় প্ররোচিত করার প্রতিবাদে সড়ক অবরোধ

ইন্টার্ন চিকিৎসক আত্মহত্যায় প্ররোচিত করার প্রতিবাদে সড়ক অবরোধ

ইন্টার্ন চিকিৎসক অপরাজিতা রায় আখিঁর আত্মহত্যায় প্ররোচিত করার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে সাতক্ষীরা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। গতকাল রোববার দুপুর ১২টায় মেডিকেল কলেজের সামনে সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করে তারা। আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন শিক্ষার্থী অপরাজিতা রায় আঁখি গত কয়েক মাস আগে ডা. শংকর প্রসাদ বিশ্বাসের ছেলে ডা. রাহুল দেব বিশ্বাসের সাথে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর থেকে আখিঁর স্বামীর সংসারে মানসিক নির্যাতনের কারণে তাদের দাম্পত্য জীবন দুর্বিষহ হয়ে ওঠে। যার কারণে আঁখি গত কয়েকদিন তার বাবার বাড়ি যশোর জেলার অভয়নগরে চলে যান। একপর্যায়ে গত শনিবার বাবার বাড়িতে আত্মহত্যা করেন তিনি। এ সময় তারা অভিযোগ করে বলেন, অপরাজিতা আঁখির স্বামী রাহুল দেবসহ তার পরিবারের লোকজন তাকে কৌশলে আত্মহত্যায় প্ররোচনা করে এটিকে ভিন্ন খাতে প্রচারের চেষ্টা করছেন। তারা এ সময় আত্মহত্যায় প্ররোচনাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন, সাতক্ষীরা মেডিকেল কলেজের ৫ম বর্ষের শিক্ষার্থী সামিয়ান বিন ইমু, ফারহা সামান্থা রহমান, প্রিতম দাস, চতুর্থ বর্ষের শিক্ষার্থী মিনহাজুর রহমানসহ অন্যরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত