ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ভাড়াটিয়া সন্ত্রাসীর হামলা মারপিট আহত ১১

সিরাজগঞ্জে ভাড়াটিয়া সন্ত্রাসীর হামলা মারপিট আহত ১১

সিরাজগঞ্জ সদর উপজেলার হরিণা হাটা গ্রামে একটি শালিস বৈঠকে আপস-মীমাংসা শেষে ভাড়াটিয়া সন্ত্রাসীদের হামলা ও মারপিটে কমপক্ষে ১১ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৫ জনকে হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে হারুনর রশিদ মাস্টার (৭৯) ও আখের আলীর (৬৫) অবস্থা গুরুতর। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গ্রামের মৃত নায়েব আলীর ছেলে গাজারু বাবু (৩০) সম্প্রতি একই গ্রামের কয়েকজনকে কুপিয়ে আহত ও মারপিট করে এবং বিভিন্ন সময় প্রকাশ্য কাটারি নিয়ে হুমকি দেয় অনেককে। এছাড়া সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান সংলগ্ন একটি টিন চালা ঘরে গাঁজার আড্ডা চলে প্রতিরাতে। এসব ঘটনায় তার অভিভাবকের কাছে অবহিত করেও বিচার পায়নি। এ নিয়ে গ্রামবাসীর মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। গত মঙ্গলবার দুপুরের দিকে একই গ্রামের কলেজছাত্র আশিকসহ কয়েকজন ওই গাঁজা আড্ডার ঘর সংলগ্ন ঈদগাহ মাঠে খেলা করছিল। এ সময় ওই গাজারু বাবু তাদের গালাগালি করে এবং একপর্যায়ে আশিককে বেদম মারপিট করে। এ ঘটনায় গত বুধবার সকালে একটি শালিস বৈঠক বসে এবং এ ঘটনায় মাতব্বররা উভয়পক্ষের মধ্যে আপস-মীমাংসা করে। এ আপস-মীমাংসা শেষে প্রতিপক্ষ গাজারুর ভাই আলামিনের ভাড়াটিয়া সন্ত্রাসী গাজারুসহ ১০-১২ জন ওই গাঁজা আড্ডার ঘর থেকে বের হয় এবং আশিকের চাচা আব্দুল হাকিমকে বেদম মারপিট ও হামলা চালায়। একপর্যায়ে ভাড়াটিয়া সন্ত্রাসীরা ওই দুইজনের মাথায় আঘাত করে মারাত্মক জখম করা হয়। তাদের সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত