ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

দীর্ঘ জলাবদ্ধতায় বানভাসিরা দুশ্চিন্তায়

দীর্ঘ জলাবদ্ধতায় বানভাসিরা দুশ্চিন্তায়

মৌলভীবাজার জেলায় চলমান দুই দফা বন্যার এক মাস পেরিয়ে গেলেও এখনো দুর্ভোগ কাটেনি বন্যার্তদের। হাওর তীরবর্তী এলাকায় চলমান বন্যার আশানুরূপ উন্নতি হয়নি এখনো। তাই আশ্রয়কেন্দ্র থেকে বানভাসিরা নিজের বসতবাড়িতে যেতে ছটফট করলেও সম্ভব হচ্ছে না। তারা দীর্ঘদিন থেকে আশ্রয়কেন্দ্র ও অন্যত্র আশ্রয় নিয়ে বন্দিদশা থেকে নিজ বসতভিটায় ফেরার তীব্র অপেক্ষায় নাজেহাল। কিন্তু এখনো বানের পানি তাদের বসতঘর ও উঠান হাঁটু পানির দখলে। জেলার সার্বিক বন্যা পরিস্থিতি নদী তীরবর্তী এলাকায় দৃশ্যমান উন্নতি হলেও এখনো বেহাল দশা হাওর তীরবর্তী এলাকায়। হাকালুকি হাওর তীরবর্তী জেলার কুলাউড়া, জুড়ী বড়লেখা। এই তিনটি উপজেলার বন্যাকবলিত হাওর তীরের অধিকাংশ মানুষ এখনো নিজ ঘরবাড়িছাড়া। গতকাল বিকালে হাকালুকি হাওর তীরের কুলাউড়ার ভূকশিমইল ইউনিয়নের সাদিপুর, মীরশংকর, গৌরিশংকর, মদনগৌরিসহ জুড়ীর জায়ফরনগর ইউনিয়ন ও বড়লেখার তালিমপুর ইউনিয়নের একাধিক গ্রাম ঘুরে এমন দৃশ্য চোখে পড়ে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত