বগুড়ার শেরপুরে পেঁচুলহাট থেকে মানিকচাপর পর্যন্ত গ্রামীণ একটি আঞ্চলিক সড়ক উন্নয়ন কাজ শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে প্রধান অতিথি বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মজিবর রহমান মজনু এমপি ফলক উন্মোচন করে ওই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই উপলক্ষ্যে স্থানীয় স্কুলমাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুমন জিহাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি মজিবর রহমান মজনু বলেন, দেশকে অস্থিতিশীল ও উন্নয়ন বাধাগ্রস্ত করতে স্বাধীনতাবিরোধী চক্র আবারো মাঠে নেমেছে। সেইসঙ্গে আন্দোলনের নামে দেশে জ্বালাও- পোড়াও শুরু করেছে। নাশকতাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া স্বাধীনতাবিরোধীদের রুখতে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। দেশবিরোধী ওই মহলটি সম্পর্কে সজাগ থাকার আহ্বান জানিয়ে এমপি মজনু আরো বলেন, আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে কোনো লাভ নেই। ষড়যন্ত্র আর মানুষ হত্যা করে নির্বাচিত সরকারকে ক্ষমতা থেকে নামানো যাবে না। অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আলহাজ শাহজামাল সিরাজী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান নূরে আলম সানি, মহিলা ভাইস চেয়ারম্যান শিখা খাতুন, উপজেলা প্রকৌশলী আব্দুল মজিদ, উপসহকারী প্রকৌশলী আব্দুর রশিদ, মাহমুদুল হাসান, জুলহাস উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, ২ কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে প্রায় আড়াই কিলোমিটার গ্রামীণ ওই আঞ্চলিক সড়কটির উন্নয়ন কাজ করা হবে বলে সূত্রটি জানান।