ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজদিখানে জমি দখলের পাঁয়তারা, থানায় অভিযোগ

সিরাজদিখানে জমি দখলের পাঁয়তারা, থানায় অভিযোগ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের লতব্দী গ্রামের মৃত গফুর খানের ছেলে আজিজখানের (৪০) বিরুদ্ধে লিজ নিয়ে আসার কথা বলে জমি দখলের পাঁয়তারার অভিযোগ করেছেন একই ইউনিয়নের বোরহান উদ্দিন আকন্দ (৬৫)। তিনি লতব্দী ইউনিয়ন কৃষকলীগ সভাপতি। এ ঘটনায় ভুক্তভোগী বোরহান উদ্দিন আকন্দ (৬৫) সম্প্রতি থানায় লিখিত অভিযোগ করেন। লিখিত অভিযোগে বোরহান উদ্দিন আকন্দ বলেন, পারিবারিক বিভিন্ন বিষয়ের জের ধরে আজিজ খান আমার পৈত্রিক বাড়ি ও আমার নামে লিজকৃত সরকারি জমি যা আমি ভোগদখলে রয়েছি ওই জায়গা থেকে জোর করে নতুন সীমানা করে পাকা খুঁটি গেথে আমাকে উচ্ছেদের পাঁয়তারা করছে। গত ১৬ জুলাই আবারও পাকা খুঁটি গেথে সীমানা দিতে গেলে আমি তাতে বাধা দিতে গেলে আমাকে মারপিট করে নীলাফুলা জঘম করে। অভিযুক্ত আজিজ খান জানান, আমি আমার মামাদের নিকট হতে ১৪ শতাংশ জায়গা ও মর্জিনাদের কাছে থেকে ৬ শতাংশ জায়গায় ক্রয় করেছি। আমার কাছে দলিল রয়েছে। আমি ওই সম্পত্তির মালিক। তারা কোনো কাগজপত্র দেখাতে পারলে আমি ওই খুঁটি উঠিয়ে নেব। আমরা কোনো জমি দখল করিনি। লতব্দী ইউনিয়ন চেয়ারম্যান হাফিজ ফজলুল হক বলেন, উভয় পক্ষের কাগজপত্র নিয়ে পরিষদে হাজির হলে বিবাদমান বিষয়টি সুরাহা করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত