বরিশাল-ঢাকা রুটে ছয় দিন পর লঞ্চ চলাচল শুরু

প্রকাশ : ২৮ জুলাই ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বরিশাল ব্যুরো

কারফিউর কারণে টানা ছয় দিন পর বরিশাল-ঢাকা রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। গতকাল শনিবার রাত পৌনে ৯টার দিকে সুন্দরবন ১৬ নামের একটি লঞ্চ ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

এছাড়া ঝালকাঠি বন্দর ত্যাগ করে বরিশাল থেকে চাঁদপুর হয়ে ঢাকার উদ্দেশে ফারহান ৭ নামে একটি লঞ্চ ছাড়বে। এর আগে গত শুক্রবার রাতে এমভি অ্যাডভেঞ্চার-৯ নামে একটি লঞ্চ বিপুলসংখ্যক যাত্রী নিয়ে সরাসরি ঢাকার উদ্দেশে বরিশাল নদীবন্দর ত্যাগ করে। বরিশাল নদীবন্দর সূত্রে জানা গেছে, কারফিউর কারণে যাত্রী না থাকায় ২০ জুলাই সকাল থেকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ওইদিন থেকেই ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল বন্ধ ছিল। এরপর কারফিউ শিথিল হলে টানা ৬ দিন পরে গত শুক্রবার রাতে বরিশাল-ঢাকা রুটে লঞ্চ চলাচল শুরু হয়। এদিকে লঞ্চ চালু হওয়ায় খুশি যাত্রীরা। তারা জানান, সড়ক পথের চেয়ে নিরাপদে লঞ্চে চেপে ঢাকায় যাওয়াটা আরামদায়কও বটে। সেইসঙ্গে বাসের থেকে লঞ্চের ডেকের ভাড়াও কম। এমভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের সুপারভাইজার মাসুদ জানান, একটি লঞ্চ থাকার কারণে যাত্রীর চাপ একটু বেশি। তবে লঞ্চ ছাড়ার খবর পেলে যাত্রী সংখ্যা আরো বাড়বে বলে জানান তিনি। বিআইডব্লিউটিএ’র বরিশাল নদীবন্দর কর্মকর্তা আবদুর রাজ্জাক বলেন, সরাসরি একটি এবং ভায়া আরো একটি লঞ্চ যাত্রী নিয়ে বরিশাল থেকে ঢাকার উদ্দেশে ছেড়েছে। যাত্রী সংখ্যা বৃদ্ধি পেলে লঞ্চের সংখ্যা বাড়ানো হবে।