বৃষ্টি নিয়ে নতুন তথ্য দিল আবহাওয়া অফিস

প্রকাশ : ২৯ জুলাই ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

আষাঢ় পেরিয়ে শ্রাবণ মাস চলছে। এতে তাপমাত্রা বাড়লেও দেশের কোথাও কোথাও এখনো বৃষ্টির প্রবণতা রয়েছে। এরই মধ্যে বৃষ্টি নিয়ে নতুন তথ্য দিয়েছে আবহাওয়া অফিস। বলা হচ্ছে, সপ্তাহের শেষে সারা দেশে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে। গতকাল রোববার আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। গতকাল রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে আজ সোমবার দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা কমতে পারে। টাঙ্গাইল, কিশোরগঞ্জ, রাজশাহী ও বগুড়া জেলাসহ রংপুর ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গায় কমতে পারে। এ ছাড়া সোমবার এবং মঙ্গলবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এ সময় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছুৃ জায়গায় এবং রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা,বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।