ঢাকা ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

বরিশালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু

বরিশালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু

বরিশালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নিত্য নন্দন মিত্র (৪৭) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত শনিবার দুপুর ১২টায় বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল। গত বৃহস্পতিবার তিনি ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এ নিয়ে চলতি বছর বরিশাল বিভাগে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গুতে মারা যাওয়া নিত্য নন্দন বরিশালের বানারীপাড়া উপজেলার বাসিন্দা। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, বর্তমানে বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রভাব থাকবে। তবে এ বছর অতটা নেই। তাই রোগীর সংখ্যাও কম।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত