নরসিংদীর ক্ষতিগ্রস্ত কারাগার পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির সদস্যরা। গতকাল রোববার সকালে ক্ষতিগ্রস্ত জেলা কারাগার পরিদর্শনে আসেন তারা। তদন্ত কমিটির আহ্বায়ক ও সুরক্ষা সেবা বিভাগের যুগ্ম সচিব ফারুক আহমেদের নেতৃত্বে ৬ সদস্যের দল ক্ষতিগ্রস্ত কারাগারটি ঘুরে দেখেন এবং প্রত্যক্ষদর্শী কারাকর্মকর্তা ও রক্ষীদের সঙ্গে কথা বলে। এ সময় উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির সদস্য সচিব ও সুরক্ষা সেবা বিভাগের উপসচিব আবু সাঈদ মোল্লা, কারাঅধিদপ্তরের ডিআইজি প্রিজন মো. ছগির মিয়া, নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের পুলিশ সুপার মো. মাহমুদুল কবীর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কে এম শহিদুল ইসলাম সোহাগ, জেল সুপার শামিম ইকবালসহ অন্যানরা।