বগুড়ার শেরপুরে আগুনে পুড়েছে বসতবাড়ি

ক্ষতি ১২ লাখ টাকা

প্রকাশ : ৩০ জুলাই ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে পুড়ে গেছে গোটা বসতবাড়ি। গত রোববার দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার বিশালপুর ইউনিয়নের বামিহাল গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে ওই ঘটনায় কেউ হতাহত হননি। অগ্নিকাণ্ডে বসতবাড়িতে রক্ষিত ধান-চাল, টিনের চালা, আসবাবপত্রসহ অন্তত দশ থেকে বারো লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীর পক্ষ থেকে দাবি করা হয়েছে। এদিকে এই দুর্ঘটনার খবর পেয়েই স্থানীয় এমপি আলহাজ মজিবর রহমান মজনু অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশ দেন। আর এই নির্দেশনার পর গতকাল সোমবার সকালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারকে এমপির পক্ষ থেকে নগদ অর্থ ও ঘরের টিন দেয়ার আশ্বাস দেন। ফায়ার সার্ভিস ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় ওই গ্রামের শ্যাম চন্দ্র সরকার ও তার পরিবারের সদস্যরা বসতবাড়িতে ঘুমিয়ে পড়েন। কিন্তু মধ্যরাতে হঠাৎ আগুনের লেলিহান শিখা বের হতে দেখেন তারা। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো বাড়িতে। এ সময় ঘরে থাকা লোকজন বের হতে পারলেও বাড়িটির সব কিছুই পুড়ে যায়। একপর্যায়ে খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ভুক্তভোগী শ্যাম চন্দ্র সরকার বলেন, আগুনে বসতবাড়ির সর্বস্ব পুড়ে গেছে। এরমধ্যে ১০০ মণ ধান, ত্রিশ মণ চাল, বাড়ির সব শয়নকক্ষে রক্ষিত আসবাবপত্র, টিন ও চালা। এমনকি কোনো জামা-কাপড়ও বের করতে পারিনি।