পুলিশের বাধায় রাস্তায় বসেই প্রতিবাদ কর্মসূচি

প্রকাশ : ৩১ জুলাই ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

পুলিশের বাধার মুখে গুলিস্তান জিরো পয়েন্টে রাস্তায় বসেই ‘প্রতিবাদী গানের মিছিল’ কর্মসূচি পালন করেছেন প্রতিবাদী সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা। গতকাল বিকাল সাড়ে ৩টা থেকে শুরু করে সাড়ে ৫টা পর্যন্ত তারা এই কর্মসূচি পালন করেন। এ সসয় তাদের স্লোগান দিয়ে, গান গেয়ে ও কবিতা, আবৃত্তি করে প্রতিবাদ জানাতে দেখা যায়। দীর্ঘ ২ ঘণ্টা ধরে তাদের সড়কে অবস্থানের কারণে বন্ধ ছিল জিরো পয়েন্ট থেকে বাবুবাজার অভিমুখের সড়কের যানচলাচল।

সরেজমিন দেখা গেছে, সংগঠনটির এই কর্মসূচি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হওয়ার কথা থাকলেও জিরো পয়েন্টের একটু সামনের খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের কাছে পৌঁছালে পুলিশ আটকে দেয়। পরে কয়েক দফা পুলিশ এবং সংগঠনটির সদস্যরা ধ্বস্তাধস্তি এবং বাগবিতণ্ডায় জড়ান।

একপর্যায়ে নেতাকর্মীরা রাস্তাতেই বসে পড়েন। এ সময় তাদের সরকারবিরোধী এবং কোটা আন্দোলনের পক্ষে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।