ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ভারি বর্ষণে প্লাবিত উখিয়া পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভারি বর্ষণে প্লাবিত উখিয়া পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভারি বর্ষণের কারণে ফের উখিয়া উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়েছে নিম্নাঞ্চলের বসবাসরত লোকজন। এদিকে পানিতে ডুবে রোহিঙ্গা ক্যাম্পে ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে পালংখালী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৮ ব্লকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু মো. রায়হান ওই ক্যাম্পের মো. মোজাম্মেলের ছেলে। জানা গেছে, ভারি বর্ষণে সৃষ্ট নালার পানিতে ডুবে যায় শিশু রায়হান। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এদিকে গত সোমবার দিবাগত রাত ও মঙ্গলবার সকালে বর্ষিত এক দিনের ভারি বৃষ্টিপাতের কারণে চারিদিকে থইথই করছে পানি। জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। বৃষ্টির পানিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। জনপদের বিভিন্ন সড়ক ডুবে যাওয়ায় চলাচলেও ভোগান্তি পোহাচ্ছেন সাধারণ মানুষ। উপজেলার পালংখালী ইউনিয়নের ধামনখালী রহমতেরবিল, আঞ্জুমানপাড়া, গয়ালমারা, হাকিমপাড়া, তাজনিমারখোলা ও গৌজঘোনা এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

এখানকার পাহাড়ি এলাকায় বসবাসরত মানুষগুলো ধসের ঝুঁকিতে রয়েছেন। রাজাপালং ইউনিয়নের কুতুপালংসহ বেশকিছু এলাকায় পানি বেড়েছে। হলদিয়াপালং ইউনিয়নের পাগলিরবিলসহ বিভিন্ন গ্রামের লোকজন ও রত্নাপালং ইউনিয়নের পশ্চিম রত্নাসহ বেশকিছু এলাকার মানুষ পানিবন্দি হয়েছেন। দুর্ভোগের বিভিন্ন চিত্রের কথা জানিয়েছেন সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরা। বরাবরের মতোই জালিয়াপালং ইউনিয়নের উপকূলীয় অঞ্চলে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন মানুষ। বর্ষায় সবচেয়ে বেশি প্লাবিত হয় এই এলাকা। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন বলেন, জালিয়াপালংসহ বেশকিছু নিম্নাঞ্চলে পানিবন্দি হয়েছে মানুষ। ভারী বর্ষণের কারণে জনজীবনে অস্বাভাবিকতা নেমে এসেছে। বিভিন্ন ইউনিয়নের ঝুঁকিপূর্ণ ও প্লাবিত এলাকাগুলোর খোঁজখবর নেওয়া হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত