কোটা আন্দোলন

মৌন অবস্থানে অভিভাবকদের দাঁড়াতে দেয়নি পুলিশ

প্রকাশ : ৩১ জুলাই ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঘটে যাওয়া সহিংসতায় ‘শিক্ষার্থী হতাহতের’ প্রতিবাদে অভিভাবক ও অধিকারকর্মীদের ‘মৌন অবস্থান কর্মসূচিতে’ দাঁড়াতে দেয়নি পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সামনে ‘অধিকার চাইলে আমাদের সন্তানকে হত্যা করা হবে কেন?’ শিরোনামে এই মৌন অবস্থান কর্মসূচি হওয়ার কথা ছিল। নির্ধারিত সময়ে অভিভাবকদের অনেকে সেখান জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরপর বেলা পৌনে ১১টার দিলে পুলিশ সেখান থেকে অভিভাবকদের সরিয়ে দেয়। অভিভাবকরা হাঁটতে হাঁটতে সেখানে উপস্থিত হওয়া সাংবাদমাধ্যমের কর্মীদের সঙ্গে কথা বলতে চাইলে, গণমাধ্যমকর্মীদেরও ধাক্কা দিয়ে সরিয়ে দিতে দেখা যায় পুলিশকে। কর্মসূচিতে অংশ নিতে আসা লেখক ও গবেষক রাখাল রাহা বলেন, আমরা ১০ মিনিটের জন্য দাঁড়িয়ে আহতদের দেখতে যাব বলে কথা ছিল।