কোটা আন্দোলনে সহিংসতা

ঢাকায় ২৬৪ মামলা ৫৩টি হত্যার

প্রকাশ : ৩১ জুলাই ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের মধ্যে হত্যা ও নাশকতার ঘটনায় ঢাকা মহানগরীর বিভিন্ন থানায় আড়াইশর বেশি মামলা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার জানান, ঢাকা মহানগরীর ৫০ থানায় ২৬৪টি মামলা হয়েছে; এর মধ্যে হত্যা মামলার ৫৩টি। আরো ৫টি মামলা প্রক্রিয়াধীন রয়েছে জানিয়ে তিনি বলেছেন, এসব মামলায় ২ হাজার ৮৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, অনেককে রিমান্ডে আনা হয়েছে। তারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছেন। তাদের দেওয়া তথ্য আমরা যাচাই-বাছাই করছি। কোনো শিক্ষার্থীকে হয়রানি করা হচ্ছে না জানিয়ে বিপ্লব কুমার বলেন, যারা নাশকতার সঙ্গে জড়িত শুধু তাদের আইনের আওতায় আনার জন্য পুলিশ কাজ করছে। সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ‘কোনো বিরোধ নেই’ এবং তাদের ব্যাপারে পুলিশ অত্যন্ত ‘সংবেদনশীল’ বলেও ভাষ্য এই কর্মকর্তার। ভিডিও দেখে প্রকৃত নাশকতাকারীদের শনাক্ত করা হচ্ছে।