সহিংসতার মধ্যে দিয়ে কিছুই অর্জিত হবে না
অধ্যাপক আখতারুজ্জামান
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
চলমান কোটা আন্দোলন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেছেন, সহিংসতার মধ্য দিয়ে কোনো কিছুই অর্জিত হবে না। জাতীয় সংকট উত্তরণের জন্য জাতীয় সংলাপ জরুরি। সেজন্য সরকারের ঊচ্চ মহল থেকে এই উদ্যোগ গ্রহণ করতে হবে। কেন না, এ জাতি যে উচ্চতায় উপনীত হয়েছে, সেখান থেকে পশ্চাতে যেতে পারি না। গতকাল শনিবার সকাল ১১টার দিকে ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে হত্যাকাণ্ড, শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা, নাশকতা ও ধ্বংসযজ্ঞের তদন্ত ও বিচারের দাবিতে সমাবেশ করে আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন নীলদল। এতে অধ্যাপক আখতারুজ্জামান এসব কথা বলেন। অধ্যাপক আখতারুজ্জামান বলেন, আমি শিক্ষার্থীদের ধন্যবাদ দেব। কারণ তারা জাতিকে আরেকটি শিক্ষা দিল এবং তারা ইতিহাসের একটি অংশ হল। শিক্ষার্থীরা মূলত দেখিয়েছে, নিরস্ত্র অবস্থায় কীভাবে দল-মত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ করে ন্যায়সঙ্গত ও যৌক্তিক দাবি আদায় করতে হয়। সাবেক এ উপাচার্য বলেন, এখন যে সংকট তৈরি হয়েছে, এটা জাতীয় সংকট। এটা একাডেমিক কোনো সংকট নয়। এই জাতীয় সংকট তৈরি হয়েছে পলিটিক্যাল স্থবিরতার কারণে। জাতীয় সংকট জাতীয়ভাবেই সমাধান করা প্রয়োজন। তিনি বলেন, একইসঙ্গে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক যে অস্থিরতা ও স্থবিরতা তৈরি হয়েছে, সেখানে থেকে কেটে উঠার জন্য জাতীয়ভাবে উদ্যোগ নেওয়া খুব জরুরি।