বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চলমান অসহযোগ আন্দোলনে চাঁদপুরে দফায় দফায় সংঘর্ষ, সড়কে, আওয়ামী লীগ অফিসে, সমাজকল্যাণ মন্ত্রীর বাসার নিচতলায়, সড়ক ভবনে আগুন এবং ৭১ টিভি জেলা প্রতিনিধির ব্যক্তিগত অফিস ভাঙচুর করে আগুন দেয়। এসব সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগ, শিক্ষার্থী, অভিভাক, সাংবাদিক ও পুলিশসহ অন্তত দেড়শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। গতকাল রোববার সকার ১০টায় শহরের বাসস্যান্ড এলাকায় অবস্থান নেয় শিক্ষার্থীরা। বেলায় ১১টায় ছাত্রলীগের অবস্থান ছিল পার্শ্ববর্তী ইলিশ চত্বরে। ছাত্রলীগের কর্মীরা শিক্ষার্থীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। এরপর শিক্ষার্থীদের সংঘবদ্ধ হয়ে তাদের ধাওয়া করে। সকাল ১১টা দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শিক্ষার্থী ও ছাত্ররা হাতে লাঠিসোঁটা নিয়ে ধাওয়া ও পাল্টা ধাওয়া শুরু হরে এবং এক গ্রুপ আরেক গ্রুপকে ইট পাটকেল নিক্ষেপ করে। এতে সাধারণ ছাত্রদের মধ্যে অনেকেই ইটের আঘাতে গুরুতর আহত হয়ে রক্তাক্ত জখম হয়। শিক্ষার্থীরা স্থানীয়ভাবে চিকিৎসা নেয়।
এদিকে বিকালে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগতরা প্রবেশ করে ডিসি অফিস এলাকায় সড়কে, মিশন, রোড, নতুন বাজার, কালিবাড়ী, ছায়াবানী, সমাজকল্যাণ মন্ত্রী ডা: দীপু মনির বাসার নিচতলায় ও জেলা আওয়ামী লীগ অফিস আগুন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহির হোসেন পাটওয়ারীর বাড়ি, যুবলীগের আবু পাটওয়ারীর অফিস, জেলা ছাত্রলীগের সভাপতি জহির হোসেন মিজির ব্যক্তিগত অফিস ভাঙচুর করে। তারা মিশন রোড এলাকায় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়।