মিছিল-স্লোগানে মুখর আ.লীগের কেন্দ্রীয় কার্যালয়
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
মিছিল-স্লোগানে মুখর হয়ে উঠেছে আওয়ামী লীগের বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়। গতকাল রোবাবার সকাল থেকে এখানে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা অবস্থান করে মিছিল করছেন। খোঁজ নিয়ে জানা গেছে, সকাল ৯টা থেকে মহানগর দক্ষিণের বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে নেতারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় কার্যালয় জড়ো হতে থাকেন। তারা বেশ কয়েকবার মিছিল-স্লোগান দিয়ে বঙ্গবন্ধু এভিনিউ সামনের রাস্তা প্রদক্ষিণ করেন। আশপাশের তাদের মিছিল করতে দেখা যায়। বঙ্গবন্ধু এভিনিউ কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফি, সহ-সভাপতি মহিউদ্দিন মহি, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেনসহ নগর আওয়ামী লীগের নেতাকে দেখা গেছে। এছাড়া ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনসহ স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, যুব মহিলা লীগ, মহিলা আওয়ামী লীগের নেতারা এখানে অবস্থান করছেন। এ সময় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আবু আহমেদ মান্নাফি বলেন, আমরা এখানে অবস্থান করছি। মিছিল-সমাবেশ করবো। সবাই তাতে অংশ নেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ। আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। সবাইকে সাহস নিয়ে থাকতে হবে। মুক্তিযুদ্ধ করে আমরা এ দেশ স্বাধীন করেছি। এ দেশ আমাদের। এ দেশ মুক্তিযোদ্ধাদের। নগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ বলেন, আমরা সকাল ৯টা থেকে এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করছি। আমরা দিনভর এখানেই থাকবো। কোনো দুষ্কৃতকারী সন্ত্রাসীরা যাতে জনগণের জানমালের ক্ষতি না করতে পারে, সে বিষয়ে কড়া সতর্ক থাকবো। শেখ হাসিনার বাংলায় কোনও দুর্বৃত্তদের ঠাঁই হবে না বলে তিনি মন্তব্য করেন। এ দিকে বেলা ১২টার দিকে আন্দোলনকারীদের একটি গ্রুপ মিছিল সহকারে গুলিস্তানের গোলাপ শাহ মাজারের দিক থেকে বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কার্যালয়ের দিকে আসার চেষ্টা করে। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হয়ে ধাওয়া দিলে তারা পিছু হটে। ঘটনায় আশপাশের এলাকায় একটু উত্তেজনা তৈরি হয়। তবে কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়। এদিকে গতকাল রাজধানীর খামার বাড়িতে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে শান্তি সমাবেশ ও মিছিলে এসব কথা বলেন বক্তারা। বাংলাদেশকে ব্যর্থ ও অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে এই আঘাত হানা হচ্ছে উল্লেখ করে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন নেতারা। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম বলেন, যারা অর্থনীতিকে ধ্বংস করতে চাই, দেশকে ধ্বংস করতে চায়, তাদের বিরুদ্ধে প্রতিবাদী হতে হবে। শিক্ষার্থীরা কারো খেলার পুতুল না হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। সারাদেশে আওয়ামী লীগের জমায়েত কর্মসূচি চলছে, সারাদেশে আওয়ামী লীগের জমায়েত কর্মসূচি চলছে, আদালতে হামলা, পুলিশের গাড়ি ভাঙচুরআদালতে হামলা, পুলিশের গাড়ি ভাঙচুর প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেন, কোমলমতি শিক্ষার্থীদের বিভ্রান্ত করে কোটা আন্দোলনের দাবিকে সরকার পতনের এক দফা দাবিতে নিয়ে গেছে।