বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় দ্রুত পদক্ষেপ প্রয়োজন : যুক্তরাজ্য

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় দ্রুত পদক্ষেপ নেয়া উচিত বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের মুখপাত্র। গতকাল সোমবার লন্ডনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ডাউনিং স্ট্রিটের অফিসিয়াল মুখপাত্র জানান, প্রধানমন্ত্রী সম্প্রতি বাংলাদেশে সহিংসতার ঘটনায় ‘গভীরভাবে দুঃখিত’। তিনি আরো বলেন, আমি আশা করি যে দ্রুত পদক্ষেপ নেয়া হবে যাতে গণতন্ত্র রক্ষা পায় এবং বাংলাদেশের জনগণের জন্য শান্তি ও নিরাপত্তার পথে অগ্রসর হওয়া সম্ভব হয়। তার এই বক্তব্য শেখ হাসিনার সম্ভাব্য গন্তব্য নিয়ে জল্পনার মধ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রীর মুখপাত্র এই মন্তব্য করলেন। কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যম সূত্রের বরাতে জানিয়েছে, শেখ হাসিনা ভারতে অবতরণ করেছেন। সেখানে কয়েকদিন অবস্থানের পর তিনি লন্ডন যেতে পারেন।