ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রংপুরে গ্রেপ্তার ১০৪ জনের জামিন

রংপুরে গ্রেপ্তার ১০৪ জনের জামিন

রংপুরে কোটা সংস্কার আন্দোলনে গ্রেপ্তার হওয়া ১০৪ জনকে জামিনে মুক্তি দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার বিকালে তাদেরকে রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেয়া হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ডিআইজি (প্রিজন) তৌহিদুল ইসলাম। বিকালে জামিনে মুক্তি পাওয়া ব্যক্তিদের বরণ করে নিতে ফুলের তোড়া, মালা নিয়ে কেন্দ্রীয় কারাগারের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের। জামিন প্রাপ্তদের মধ্যে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ছিলেন বলে জানা গেছে।

এদিকে রংপুরে বিভিন্ন দপ্তর ও ছাত্র হোস্টেল থেকে সাবেক প্রধানমন্ত্রীর ছবি অপসারণ ও জ্বালিয়ে দেয়ার ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে। রংপুর কারমাইকেল কলেজের গোপাল লাল ছাত্র হোস্টেলের ৩০২ নম্বর কক্ষে থাকতেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আকিমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রুবেল ইসলাম। দুপুরে কয়েকজন ছাত্র হোস্টেলের দরজা ভেঙে তাদের কক্ষের লেপ-তোষক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসহ বিভিন্ন ব্যানার, ফেস্টুন হোস্টেলের বাইরে নিয়ে এসে জ্বালিয়ে দেয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত