ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

প্রত্যাশা ব্লিংকেনের গণতান্ত্রিক নীতির প্রতি শ্রদ্ধাশীল থাকবে বাংলাদেশ

প্রত্যাশা ব্লিংকেনের গণতান্ত্রিক নীতির প্রতি শ্রদ্ধাশীল থাকবে বাংলাদেশ

বাংলাদেশের জনগণ ও রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক নীতির প্রতি শ্রদ্ধাশীল থাকবে বলে প্রত্যাশা করছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। বাংলাদেশের সম্ভাব্য অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে এ প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের অ্যানাপোলিস শহরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে অ্যান্টনি ব্লিংকেন বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যে সিদ্ধান্তই নিক না কেন, আমরা প্রত্যাশা করছি যে, তারা গণতান্ত্রিক নীতির প্রতি শ্রদ্ধাশীল হবে; আইনের শাসন প্রতিষ্ঠিত করবে এবং জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওউং এ সময় ব্লিনকেনের সঙ্গে উপস্থিত ছিলেন। তিনি বলেন, আমরা বাংলাদেশের রাজনৈতিক দল ও পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকা এবং মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে গত কয়েক সপ্তাহে সেখানে সহিংসতার যত ঘটনা ঘটেছে, সেসবের নিরপেক্ষ তদন্ত আমরা চাই।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত