নওগাঁয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়কদের সংবাদ সম্মেলন

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়কদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সন্ধ্যা ৭টায় শহরের একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক ফজলে রাব্বি। এ সময় অন্যান্য সমন্বয়করাও বক্তব্য রাখেন। সমন্বয়করা বলেন- এক দফা এক দাবিতে আন্দোলন সফল হয়েছে। তবে বিজয়ের সঙ্গে কিছু কলঙ্ক লেগে গেছে। আমাদের বিজয় চূড়ান্ত আসেনি। কিছু কুচক্রি মহল অশান্তির চেষ্টা করছে। একটি সুযোগ সন্ধানীরা তাদের ফায়দা লুটতে অগ্নিসংযোগ, হামলা ও ভাঙচুর করেছে। যা সাধারণ ছাত্রদের নামে অপবাদ ছড়িয়ে পড়ছে। তারা বলেন- কুচক্রি মহলের বিরুদ্ধে আমরা প্রতিরোধ করতে টিম গঠন করেছি। আমরা গ্রুপভিত্তিক হিন্দু ধর্মের মন্দির, খ্রিষ্টানদের গির্জা পাহারা দিয়ে আসছে।