ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছেন

বললেন কাদের সিদ্দিকী
অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছেন

অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন ও মোবারকবাদ জানিয়েছেন বাংলাদেশ কৃষক-শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম। গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক অভিনন্দন বার্তায় কাদের সিদ্দিকী বলেন, বিপ্লবী ছাত্র-জনতার বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনে হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময়ে শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দেশের আপামর জনসাধারণের বিশ্বাসের প্রতীক সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনুস-এর নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ায় আমি, আমার দল এবং আপামর দেশবাসীর পক্ষ থেকে অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বলেন, পরম করুণাময় আল্লাহ অধ্যাপক মুহাম্মদ ইউনূস-এর নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা এবং সাধারণ জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়িত হোক- এই কামনাই করি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত