ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

প্রতিবেশী ভালো থাকলে আমরাও ভালো থাকব

বললেন মমতা
প্রতিবেশী ভালো থাকলে আমরাও ভালো থাকব

অন্তর্বর্তীকালীন সরকারের হাল ধরায় অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও তার উপদেষ্টা পরিষদকে অভিনন্দন জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল শুক্রবার ফেসবুক পোস্টে তিনি বলেছেন, অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ বাংলাদেশে যারা কার্যভার গ্রহণ করেছেন, তাদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও শুভ কামনা রইল। আশা করি, তাদের সঙ্গে আমাদের সম্পর্ক আরো উন্নত হবে। প্রবল গণআন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে গত বৃহস্পতিবার শপথ নেন মুহাম্মদ ইউনূস। এই যাত্রার সঙ্গী হয়েছেন ১৬ জন উপদেষ্টা। তবে গত বৃহস্পতিবার ১৩ জন উপদেষ্টা শপথ নেন। বাকি তিনজের পরে শপথ নেওয়ার কথা রয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলাদেশের উন্নতি, শান্তি, প্রগতি ও সর্বস্তরের মানুষের আরো ভালো হোক- এই কামনা করি। ওখানকার ছাত্র, যুব, শ্রমিক, কৃষক, মহিলা থেকে শুরু করে সকলের প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা রইল।

আশা করি, খুব শিগগিরই সংকট কেটে যাবে, শান্তি ফিরে আসবে। শান্তি ফিরে আসুক তোমার-আমার এই ভালোবাসার ভুবনে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভালো থাকলে, আমরাও ভালো থাকব।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত