ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নোয়াখালীতে আইনশৃঙ্খলা মতবিনিময়

নোয়াখালীতে আইনশৃঙ্খলা মতবিনিময়

নোয়াখালীতে জনগণের সর্বোচ্চ নিরাপত্তা দিতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসন। গত বৃহস্পতিবার রাতে বেগমগঞ্জ উপজেলায় পরিষদ সম্মেলন কক্ষে বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জহিরুল ইসলামের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানের সভাপতিত্বে বিশেষ আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান ও সেনা অফিসার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশরাফ উদ্দিন এ কথা সব বলেন। তারা আরো বলেন, বিএনপি- জামায়াত, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সাধারণ ছাত্র ছাত্রী মিলে সরকারি প্রতিষ্ঠান, থানা পুলিশকে নিরাপত্তা দিচ্ছেন। অনেক স্থানে ভাঙচুর, লুটপাট, ও আন্দোলনের সময় বিভিন্ন থানা থেকে অস্ত্র লুট হওয়া জিনিসপত্র গুলো প্রশাসনের কাছে হস্তান্তর করার আহ্বান জানান। সেই সঙ্গে সবার নিরাপত্তা দিতে সেনাবাহিনী নিয়মিত সহযোগীতা করছে। বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠন অন্যান্য নেতারা এবং সমন্বয়করা বলেন, এক দফা এক দাবিতে আন্দোলন সফল হয়েছে। তবে বিজয়ের সঙ্গে কিছু কলঙ্ক লেগে গেছে। কিছু কুচক্রি মহল অশান্তির চেষ্টা করছে। একটি সুযোগ সন্ধ্যানিরা তাদের ফায়দা লুটতে অগ্নি সংযোগ, হামলা ও ভাঙচুর করেছে। সভায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ ইসমাঈল, বেগমগঞ্জ সার্কেল মো. নাজমুল হাসান রাজিব, বেগমগঞ্জ মডেল থানায় অফিসার ইনচার্জ আনোয়ার ইসলাম, বেগমগঞ্জ উপজেলা কমিশনার (ভূমি) সৈয়দ মুরাদ ইসলাম, বেগমগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা. আশীম কুমার দাস, জিরতলী ইউপি চেয়ারম্যান শামছুল ইসলাম লাভলু, বেগমগঞ্জ ইউপি চেয়ারম্যান শাইদুর রহমান শাহীন, গোপালপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মোশারেফ হোসেন, রসুলপুর ইউপি চেয়ারম্যান আবদুর রশিদ, আমানউল্লাপুর ইউপি চেয়ারম্যান মো. বাহারুল আলম সুমন, চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক আবুল খায়ের, কার্যকরী সভাপতি মোরশেদুল আমিন ফয়সাল, বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার হোসেন, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাক্ষা চন্দ্র দাস, চৌমুহনী, সাধারণ সম্পাদক মাহফুজুল হক আবেদ, চৌমুহনী পৌর বিএনপির সভাপতি জহির উদ্দিন হারুন, নিজাম উদ্দিন রুবেল, জামায়াতে ইসলামী নাজমুল গনি চৌধুরী মহল, অধ্যক্ষ সামছুল ইরফান, শিক্ষক প্রতিনিধি, উপজেলার ইমাম কমিটি, বিভিন্ন সংগঠন, নোয়াখালী সাংবাদিক ফোরামের সভাপতি তাজুল ইসলাম মানিক ভূঁইয়া, ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব নবী ইমন, সাংবাদিক আজিজ আহমেদ, বৈষম্য বিরোধী আন্দোলনের সম্বনয়করা, উপজেলার বিভিন্ন অফিসারসহ অন্যান্যরা এতে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত