ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

জনগণের যানমালের হেফাজতে সেনাবাহিনী মাঠে আছে

প্রয়োজন সবার সহযোগিতা
জনগণের যানমালের হেফাজতে সেনাবাহিনী মাঠে আছে

নরসিংদী জেলার দায়িত্বে নিয়োজিত সেনাবাহিনীর লে. কর্নেল ফাহিম মাহাবুব বলেন, চলমান পরিস্থিতিতে দেশের জনগনের যান-মালের নিরাপত্তা দিতে সর্বদা মাঠে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। নরসিংদীতে সম্প্রতি কোনো মন্দিরে কিংবা হিন্দু বাড়িতে সাম্প্রদায়িক কোন হামলার ঘটনা নেই। যাদের বাড়িতে হামলা-ভাঙচুর হয়েছে সেগুলো সব কটিই রাজনৈতিক প্রতিহিংসার শিকার। এর পরও সমাজের সব স্তরের মানুষের সহযোগিতা পেলে খুব শিগগিরই পরিস্থিতি শান্তিপূর্ণ এবং স্বাভাবিক হবে। তিনি গতকাল শনিবার দুপুরে নরসিংদী পৌর শহরের গোপিনাথ জিওর আখরা পরিদর্শন ও হিন্দু ধর্মীয় নেতাদের সঙ্গে আলোচনার সময় এসব কথা বলেন। সরকার পতনের পর থেকে নরসিংদীতে সাধারণ মানুষসহ কোনো হতাহতের ঘটনা নেই। এসব ক্রেডিট নরসিংদীর জনগণের বলেও জানান তিনি। এ সময় জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অনিল চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক সুভ্রত কুমার দাস, হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি রঞ্জন কুমার সাহা, সাধারণ সম্পাদক স্বপন কুমার সাহাসহ হিন্দু ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত