নতুন শিক্ষা কারিকুলামের বেশ কিছু কার্যক্রম স্থগিত
প্রকাশ : ১১ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
নতুন শিক্ষা কারিকুলামের অধীনে কর্মশালা, প্রশিক্ষণ, গবেষণা পরিমার্জন ও সংশোধন কাজ স্থগিত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। গতকাল শনিবার এনসিটিবির চেয়ারম্যান প্রফেসর মো. ফরহাদুল ইসলাম ঢাকা মেইলকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শিক্ষা কারিকুলাম স্থগিত করা হয়েছে বলে অনেকের কাছে ভুল খবর যাচ্ছে। শিক্ষা কারিকুলাম স্থগিত করার ক্ষমতা এনসিটিবির নেই। এটা শিক্ষা মন্ত্রণালয়ের কাজ। আগামীকাল থেকে বগুড়ায় আমাদের কর্মশালা শুরু হওয়ার কথা ছিল। সেটি আপাতত স্থগিত করা হয়েছে। ফরহাদুল ইসলাম আরো বলেন, নতুন এই কারিকুলাম বাতিল হলে সরকারের নির্বাহী আদেশের প্রয়োজন। এনসিটিবি চাইলেও তা বাতিল করতে পারবে না।