ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

সাম্প্রতিক গণহত্যার তদন্তে জাতিসংঘের নেতৃত্বের দাবি এবি পার্টির

সাম্প্রতিক গণহত্যার তদন্তে জাতিসংঘের নেতৃত্বের দাবি এবি পার্টির

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) নেতারা গতকাল শনিবার সকালে জাতিসংঘ বাংলাদেশ মিশনের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সঙ্গে তার ঢাকাস্থ অফিসে সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। সম্প্রতি গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণ ও চ্যালেঞ্জ, বিশেষ করে ন্যায়বিচার, জবাবদিহিতা নিশ্চিত করা ও অর্থনৈতিক ঝুঁকি দূর করার বিষয়সহ আলোচনায় নানাবিষয় স্থান পায়। আলোচনাকালে এবি পার্টির নেতারা জুলাই ও আগস্ট মাসে ছাত্র-জনতার স্বতঃস্ফূর্ত অভ্যুত্থানের সময় শেখ হাসিনার নির্দেশে দেশে যে গণহত্যা ও চরম মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে তার সুষ্ঠু তদন্ত প্রক্রিয়ায় নেতৃত্ব দেয়ার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানায়।

দলের সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। দলের যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ সুপ্রিমকোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম, যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভূঁইয়া এবং এবি পার্টি উইমেন-এর ইনচার্জ ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি প্রতিনিধিদলে অন্তর্ভুক্ত ছিলেন। জাতিসংঘের সিনিয়র মানবাধিকার উপদেষ্টা হুমা খান সমন্বয়কারী গোয়েন লুইসের সাথে আলোচনাকালে উপস্থিত ছিলেন। এবি পার্টি নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানানোর বিষয়ে ইউএন আরসিকে অবহিত করে এবং সরকারের দায়িত্বের পরিধি ও চ্যালেঞ্জগুলো নিয়ে কথা বলে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত