জনপ্রশাসন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পদ ‘নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ (এপিডি) অনুবিভাগের অতিরিক্ত সচিবের দায়িত্ব পেয়েছেন মো. আব্দুর রউফ। এ মন্ত্রণালয়ের আইন অনুবিভাগে দায়িত্ব পালন করে আসা রউফকে নতুন দায়িত্ব দিয়ে গতকাল রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রশাসনের নিয়োগ, পদোন্নতি, বদলি, প্রেষণ, ওএসডি করার মত নির্দেশনা এপিডি অনুবিভাগ থেকেই আসে। এতদিন এপিডি অনুবিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন মো. নাজমুছ সাদাত সেলিম। তাকে এখনও নতুন কোনো দায়িত্ব দেওয়া হয়নি। ছাত্র-জনতার গণআন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর দীর্ঘদিন ধরে প্রশাসনে কোণঠাসা হয়ে থাকা ‘পদোন্নতিবঞ্চিত’ কর্মকর্তারা ক্ষোভ প্রকাশ করতে বুধবারই সচিবালয়ে এসেছিলেন। দীর্ঘদিন ধরে রাজনৈতিক সুবিধা পাওয়া কর্মকর্তা-কর্মচারীদের অধিকাংশ এদিন সচিবালয়ে অনুপস্থিত থাকায় প্রশাসনের এই প্রাণকেন্দ্র কার্যত ফাঁকাই ছিল। ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর গতকাল রোববারই সচিবালয়ে কর্মমুখর হয়।