নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে গাজী গ্রুপের লুট হওয়া মালপত্র সোনারগাঁ থেকে উদ্ধার করেছে সেনাবাহিনীর একটি দল। গতকাল সোমবার দুপুরে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের দামোদরদী এলাকার রায়হান ভূঁইয়া নামের এক ব্যক্তির বাড়ি থেকে ১০ লাখ টাকা মূল্যের বিভিন্ন মালপত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালপত্রের মধ্যে ৮৮টি গাজী গ্রুপের উন্নত মানের হেভি পাম্পের মটর ও সাবমারসিবল পাম্প রয়েছে। জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে গত ৫ আগষ্ট দেশ ছাড়ার পর নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সাংসদ ও সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর মালিকানাধীর গ্রুপের রূপগঞ্জের বিভিন্ন কারখানায় লুটপাট করে দুর্বৃত্তরা। এসব মালপত্র দুর্বৃত্তরা বিক্রি করে দেয়। লুট হওয়া মালপত্রের কিছু অংশ সোনারগাঁয়ের দামোদরদী এলাকার বৈদ্যেরবাজার ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি হোসেন মেম্বারের চাচাতো ভাই রায়হান ভূঁইয়া ও তার ছেলে রাহিম ভূঁইয়া লুকিয়ে রেখেছেন এমন তথ্যের ভিত্তিতে তার বাড়িতে সেনাবাহিনীর একটি দল অভিযান পরিচালনা করে সত্যতা পেয়েছেন। পরে এসব মালপত্র ফেরত দেয়ার নির্দেশ দেন। সেনাবাহিনীর কথা অনুযায়ী মালপত্র ফেরত দেয়ার কারণে কাউকে আটক করেনি। গাজী ইন্টারন্যাশনালের সেলস ম্যানেজার মো. আতিকুর রহমান জানান, উদ্ধারকৃত মালামাল রূপগঞ্জ থেকে লুটপাট হয়েছিল। এগুলো গাজী গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের বলে নিশ্চিত করেছেন। সেনাবাহিনীর মাধ্যমে লুট হওয়া মালপত্র উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে দামোদরদী এলাকায় ঘটনাস্থলে সাংবাদিকরা উপস্থিত হলে তাদের সংবাদ সংগ্রহে রাহিম ভূঁইয়া ও তার লোকজন বাধা প্রদান করেন। রায়হান ভূঁইয়ার দাবি, তার ছেলের বন্ধুরা এসব মালপত্র রূপগঞ্জের গাউছিয়া মার্কেট থেকে কমমূল্যে ক্রয় করে এনেছে। সেনাবাহিনী একটি টিম বাড়ি এসে মালপত্র ফেরত দিতে বলেছেন। পরে এগুলো ফেরত দিয়েছি।