উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বিএনপির সাইন বোর্ড

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বিএনপির দলীয় সাইন বোর্ড লাগানো হয়েছে। এ সাইন বোর্ড লাগিয়ে দখল করা হয়েছে। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বহিষ্কৃত নেতা আব্দুর রাজ্জাক মন্ডল এ সাইন বোর্ড লাগিয়েছেন বলে অভিযোগ উঠেছে। অভিযোগে প্রকাশ, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশত্যাগের পর গত ৫ আগস্ট বিকালে ওই দলীয় কার্যালয় ভাঙচুর করে দুর্বৃত্তরা। পরদিন বিএনপির ওই নেতার নেতৃত্বে আওয়ামী লীগ অফিস পরিষ্কার পরিচ্ছন্ন এবং রং করে প্রধান ফটক থেকে আওয়ামী লীগের সাইন বোর্ড নামিয়ে বেলকুচি উপজেলা বিএনপির শাখা কার্যালয়ের নামে সাইন বোর্ড লাগানো হয়েছে। এ ঘটনার পর থেকে ওই নেতা, নেতাকর্মী নিয়ে অফিসে আড্ডা দিচ্ছে। তবে বিএনপির কেন্দ্রীয় নেতা আমিরুল ইসলাম আলিমসহ মূল ধারার বিএনপি নেতারা এ দখলের ঘটনার সাথে জড়িত নেই বলে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ এ তথ্য জানান।

স্থানীয় আওয়ামী লীগ নেতা সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস সাংবাদিকদের বলেন, দলীয় অফিসের জায়গা রাজ্জাক মন্ডলের চাচা আব্দুল হাই মন্ডলসহ অন্যান্য ওয়ারিশনদের কাছ থেকে ক্রয় করা হয়েছে এবং ২০১৭ সালের পর আমি নিজে বিল্ডিং নির্মাণ করে আওয়ামী লীগ অফিস বানিয়েছি। বিষয়টি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অবগত করা হয়েছে। এ ঘটনায় আব্দুর রাজ্জাক মন্ডলের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু আলোকিত বাংলাদেশকে বলেন, অন্য কোনো দলের অফিস দখল করার পক্ষে আমরা নই। রাজ্জাক মন্ডল বিএনপির বহিষ্কৃত নেতা এবং তার বহিষ্কারাদেশ এখনও প্রত্যাহার হয়নি। আওয়ামী লীগ দলীয় অফিস সে নিজ দায়িত্বে দখল করেছে। এ ঘটনার দায় বিএনপি নেবে না বলে তিনি উল্লেখ করেন।