রংপুরের জেলা প্রশাসকের আমন্ত্রণে জামায়াতে ইসলামী রংপুর মহানগর ও জেলা নেতারা গত সোমবার বিকালে জেলা প্রশাসকের কার্যলয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় জেলা প্রশাসক নতুন অন্তর্বর্তী সরকারের সময় জেলায় উদ্ভুত পরিস্থিতি পর্যালোচনা করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জামায়াত নেতাদের সহযোগিতা কামনা করেন। জবাবে জামায়াত নেতারা জানান, দেশের বিদ্যমান পরিস্থিতিতে সংগঠনের সব স্তরের জনশক্তি সজাগ দৃষ্টি রেখে জনগণের পাশে থেকে সহযোগিতা এবং দায়িত্ব পালন করছে। এ ছাড়া কোনো র্দুবৃত্ত যেন আইনশঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটাতে পারে সে ব্যপারে সাম্ভব্য তদারকি ও কাজ করে যাচ্ছে। জেলা প্রশাসনের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোাহাম্মদ রায়হান কবির উপস্থিত ছিলেন। এ ছাড়া জামায়াত নেতাদের মধ্যে জামায়াতে ইসলামীর রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য ও কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, রংপুর মহানগর আমীর উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খান, রংপুর জেলা আমীর অধ্যাপক গোলাম রব্বানী, জেলা সেক্রেটারী মাওলানা এনামুল হক, শ্রমিক কল্যান ফেডারেশন রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক ও স্থল বন্দর শ্রমিক কল্যান ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারী অধ্যাপক আবুল হাশেম বাদল, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী আনোয়ারুল হক কাজল, প্রচার সেক্রেটারী এডভোকেট কাওছার আলী, ইসলামী ছাত্রশিবির মহানগর সভাপতি গোলাম জাকারীয়া ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি সোহেল রানা প্রমুখ।