নারায়ণগঞ্জে বাস ভাড়া কমানোর দাবি যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নারায়ণগঞ্জ প্রতিনিধি
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া সর্বোচ্চ ৪৫ টাকা করাসহ নারায়ণগঞ্জ থেকে অন্যান্য সব রুটে বাস ভাড়া যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনার দাবি জানিয়েছেন যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। গতকাল মঙ্গলবার যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বির নেতৃত্বে একটি প্রতিনিধি দল নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হকের সঙ্গে সাক্ষাৎ করেন। সংগঠনের নেতারা পরিবর্তিত পরিস্থিতিতে দ্রুত নারায়ণগঞ্জ থেকে সব রুটের বাসের ভাড়া কমিয়ে আনার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। সংগঠনের পক্ষ থেকে ঘাট, হাট-বাজার, বাস-ট্রাকস্ট্যান্ড, ফুটপাতসহ বিভিন্ন জায়গায় নতুন করে দখলদার ও সিন্ডিকেট যাতে গড়ে উঠতে না পারে সে বিষয়ে এখনি কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানানো হয়। চাঁদাবাজ, সন্ত্রাসি ও দখলদারদের ক্ষেত্রে এখনি কঠোর হওয়ার দাবি জানানো হয়। জেলা প্রশাসক দ্রুতই যথাযথ ব্যবস্থ গ্রহণের প্রতিশ্রুতি দেন। প্রতিনিধি দলে ছিলেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক এড. জাহিদুল হক দীপু, ন্যাপ জেলা সাধারণ সম্পাদক এড. আওলাদ হোসেন, সিপিবির জেলা সভাপতি হাফিজুল ইসলাম, বাসদ জেলা সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লব, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন, ওয়ার্কার্স পার্টির জেলা সাধারণ সম্পাদক হিমাংসু সাহা, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি এড. জিয়াউল ইসলাম কাজল এবং সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল।