অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছে প্রগতিশীল ইসলামী জোট

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রতিষ্ঠিত ড. মুহাম্মদ ইউনূস এর নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়ে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার সম্পন্ন করে গণমানুষের কাঙ্ক্ষিত গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে এই সরকারের সফলতা কামনা করেছেন প্রগতিশীল ইসলামী জোটের নেতারা।

গত শনিবার বিকালে কেন্দ্রীয় কার্যালয়ে প্রগতিশীল ইসলামী জোট ও ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রগতিশীল ইসলামী জোটের সভায় বক্তব্যে নেতৃবৃন্দ বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার মাগফেরাত কামনা করেন।

নেতারা রাষ্ট্র সংস্কারের পাশাপাশি খাদ্যসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে ফিরিয়ে আনা এবং দ্রুত দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দেয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান। জোটের সমন্বয়কারী এডভোকেট মো. নূরুল ইসলাম খান এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কো চেয়ারম্যান মুহাম্মদ আতাউল্লাহ খান, কো চেয়ারম্যান সুলতান জিসান উদ্দিন প্রধান, কেন্দ্রীয় নেতা এডভোকেট সাদেকুর রহমান তালুকদার।