৪০ প্রতিষ্ঠানের ৭ হাজার কোটি টাকার রপ্তানি আয় এখনো দেশে আসেনি

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

ঢাকা ও চট্টগ্রামভিত্তিক ৪০টি প্রতিষ্ঠান রপ্তানি আয় থেকে উপার্জিত ৫৮৮ মিলিয়ন ডলার বা প্রায় ৭ হাজার কোটি টাকা দেশে আনেনি। এসব প্রতিষ্ঠানের মধ্য রয়েছে ক্রিসেন্ট, বিসমিল্লাহ এবং বেক্সিমকোসহ ঢাকা ও চট্টগ্রামের বেশ কিছু প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলো বিভিন্ন অনিয়ম ও প্রতারণার মাধ্যমে এ অর্থ দেশে আনেনি। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, ঢাকাভিত্তিক শীর্ষ ২০টি প্রতিষ্ঠান ৫৫৯ মিলিয়ন ডলার দেশে আনেনি। আর চট্টগ্রামভিত্তিক শীর্ষ ২০ প্রতিষ্ঠান প্রায় ৩০ মিলিয়ন ডলারের রপ্তানি আয় আনেনি। সব মিলিয়ে ৫৮৮ মিলিয়ন ডলার, যা দেশীয় মুদ্রায় প্রায় ৭ হাজার কোটি টাকা।