বিদেশি পর্যটকদের জন্য দুয়ার খুলছে উত্তর কোরিয়া
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
বিদেশি পর্যটকদের জন্য দুয়ার খুলছে উত্তর কোরিয়া। বিদেশি পর্যটকেরা আগামী ডিসেম্বর থেকে দেশটির উত্তর-পূর্বাঞ্চলের সামজিয়ন শহরে ভ্রমণে যেতে পারবেন। ভ্রমণ কোম্পানিগুলো গতকাল বুধবার বলেছে, দেশটির বাকি অংশেও বিদেশি পর্যটকদের ভ্রমণের অনুমতি দেওয়া হবে বলে তারা আশা করছে।
চীনের বেইজিংভিত্তিক কোরয়ো ট্যুরস নিজেদের ওয়েবসাইটে বলেছে, তারা তাদের স্থানীয় অংশীদারদের মাধ্যমে নিশ্চিত হয়েছে যে চলতি বছরের ডিসেম্বর থেকে সামজিয়ন শহরে বিদেশি পর্যটকরা যেতে পারবেন। উত্তর কোরিয়ার বাকি অংশেও বিদেশি পর্যটকদের ভ্রমণের অনুমতি দেওয়া হতে পারে। উত্তর কোরিয়ায় আন্তর্জাতিক উড়োজাহাজ ওঠানামা শুরু হয় গত বছর। গত ফেব্রুয়ারিতে রুশ পর্যটকদের ছোট একটি দল উত্তর কোরিয়ায় ব্যক্তিগত সফর যায়। গত জুনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটি সফর করেছিলেন। ২০২০ সাল থেকে আন্তর্জাতিক পর্যটকদের জন্য কিম জং-উনের দেশ উত্তর কোরিয়ার দুয়ার পুরোপুরি উন্মুক্ত নয়। আরেকটি ট্রাভেল এজেন্সি কেটিজি ট্যুরস জানিয়েছে, আসছে শীত মৌসুম থেকে উত্তর কোরিয়ার সামজিয়ন শহরে বিদেশি পর্যটকরা ভ্রমণে যেতে পারবেন।