সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল পশ্চিম বাজার এলাকার সড়ক নানা কারণে বেহালাবস্থার সৃষ্টি হয়েছে। এতে এলাকার জনসাধারণের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে দীর্ঘদিন ধরে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাজারের প্রধান সড়কে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টি হলেই জমে যায় হাঁটুপানি এবং বিভিন্ন স্থানে ছোট বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলায় দীর্ঘদিন ধরে এ জনস্বার্থের সড়ক সংস্কার হয়নি। এ সড়ক দিয়ে এলাকার ৮/৯টি গ্রামের লোকজন চলাচল করে প্রতিদিন। এ চলাচলে ছোটখাট যানবাহনসহ অনেকেই দুর্ঘটনার শিকার হয়ে থাকে। স্থানীয় অনেক পথচারী বলেন, উক্ত উপজেলা কার্যালয়ের সন্নিকটে ওই জনস্বার্থের সড়ক দীর্ঘদিন ধরে বেহালাবস্থার সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ সরকার আমলে এলাকার রাস্তাঘাট উন্নয়নসহ বিভিন্ন উন্নয়ন হলেও এই জনস্বার্থের রাস্তা সংস্কারের কাজ হয়নি। এ সড়ক দিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের অনেক কর্মকর্তা, কর্মচারী, জনপ্রতিনিধি ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ চলাচল করছে প্রতিনিয়ত এবং কামারখন্দণ্ডবেলকুচি উপজেলাসহ বিভিন্ন স্থানে যাতায়াতে এ সড়ক এলাকা দিয়ে বিভিন্ন যানবাহন চলাচলও করছে জীবন ঝুঁকি নিয়ে।
তারা আরো বলছেন, আগে এলাকার মানুষ বলে থাকতেন, যার কপাল মন্দ সে যায় কামারখন্দ। আর সেই কামারখন্দ এখন দেখতে প্রায় সিঙ্গাপুরের মতো। অথচ জনস্বার্থের এ সড়ক সংস্কারের উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট প্রশাসন। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলছেন, এর আগে ওই সড়ক সংস্কারের ব্যবস্থা গ্রহণের আলোচনা উঠেছিল। অজ্ঞাত কারণে সেটি এখন স্থগিত রয়েছে। তবে এ সড়ক সংস্কারে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।