ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ঝিনাইদহে মেয়র ও উপজেলা চেয়ারম্যানসহ পলাতক ৭১২ প্রতিনিধি

ঝিনাইদহে মেয়র ও উপজেলা চেয়ারম্যানসহ পলাতক ৭১২ প্রতিনিধি

ঝিনাইদহ জেলার ৭১২ জন জনপ্রতিনিধি পলাতক রয়েছেন। ছাত্র জনতার গণআন্দোলনে তীব্র জনরোষে অবৈধভাবে নির্বাচিত আওয়ামী লীগের এসব জনপ্রতিনিধি পলাতক রয়েছেন বলে জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা গেছে। ফলে সাধারণ মানুষ সেবা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। গত ৪ আগস্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা বিএনপির সভাপতি এড. এমএ মজিদের কলাবাগনে তার বাসভবন, প্রাইভেটকার, ৫টি মোটরসাইকেল, জেলা বিএনপির সহ-সভাপতি আক্তরুজ্জামানের ওষুধের দোকান জেলা বিএনপির কার্যালয়সহ শহরে অবস্থিত বিএনপি ও জামায়াতের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও ঘর-বাড়িতে আগুন জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়। গত ৫ আগস্ট স্বৈরশাসক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হলে ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটী ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরণ জনরোষে আক্রান্ত হয়ে নিহত হন। গত ৫ আগস্ট সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত তার লাশ প্রকাশ্যে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে ঝুলিয়ে রাখা হয়। এরপর ময়নাতদন্ত শেষে ৩ দিন তার লাশ মর্গে পড়ে থাকলেও কেউ নিতে আসেনি। আঞ্জুমান মুফিদুল ইসলাম যখন তার লাশ দাফনের সিদ্ধান্ত নেয়, তখন হিরণের প্রতিবেশীরা এসে গ্রামের বাড়িতে নিয়ে তাকে দাফন করেন। এই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর জেলার বেশির ভাগ আওয়ামী লীগের জনপ্রতিনিধিরা গা-ঢাকা দিয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত