বিগত ১৫ বছরে হওয়া সব গুম, খুন ও হত্যাকাণ্ডের সাথে জড়িতদের শাস্তি না হওয়া পর্যন্ত বিচারের দাবিতে যুবদলের নেতাকর্মীরা মাঠে থাকারও ঘোষণা দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার মিরপুরে শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে এক সংক্ষিপ্ত বক্তব্যে যুবদল নেতারা এই ঘোষণা দেন। বিডিআর বিদ্রোহের ঘটনায় দেশপ্রেমিক চৌকস সেনা কর্মকর্তাদের বর্বরোচিত হত্যা, হেফাজতের আলেমদের ওপর সংঘটিত নিষ্ঠুরতম গণহত্যা, সাংবাদিক দম্পতি সাগর-রুনিকে নির্মমভাবে হত্যা, বিগত ১৫ বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে লড়াই করা ইলিয়াস আলীসহ বিএনপি ও সমমনা বিরোধী রাজনৈতিক দলের হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষকে গুম-খুন-হত্যা-নির্যাতন-নিপীড়ন এবং ছাত্র আন্দোলন ঘিরে হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
এ সময় যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, বাংলাদেশ থেকে কোনো সরকারপ্রধান নির্লজ্জের মতো নেতাকর্মীদের রেখে পালিয়ে যায়নি। পালিয়ে গিয়ে শেখ হাসিনা রাজনীতিতে নিকৃষ্ট নজির স্থাপন করেছেন। যুবদল সাধারণ সম্পাদক বলেন, দীর্ঘ ১৫ বছরে আওয়ামী স্বৈরাচার নিজেদের অভিশপ্ত কর্মকাণ্ডের মাধ্যমে দেশের প্রতিটি মানুষকে জিম্মি করে রেখেছিল। শুধু আওয়ামী লীগ ও তাদের দোসররা ছিল জালিম আর সবাই ছিল মজলুম। ক্ষমতার অপপ্রয়োগ, অধিকার হরণ, জুলুম, নির্যাতন, গুম, খুন এমনকি দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিকিয়ে দেয়াসহ হেন কোনো কাজ নেই, যা তারা করেনি। এই ভয়ংকর স্বৈরাচারী সরকার তার পুলিশ বাহিনীকে তৈরি করেছিল গণতান্ত্রিক শক্তিকে নিশ্চিহ্ন করার জন্য।