ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

অবিলম্বে ছাত্র জনতার হত্যার বিচার করতে হবে

গণসংহতি আন্দোলন
অবিলম্বে ছাত্র জনতার হত্যার বিচার করতে হবে

অবিলম্বে ছাত্র জনতার হত্যার বিচার করতে হবে এবং শহীদদের ক্ষতিপূরণসহ নানা দাবিতে সমাবেশ ও মিছিল করেছে গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখার নেতাকর্মীরা। গতকাল শুক্রবার বিকালে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন এলাকা ঘুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সমবেত হয়। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন। সঞ্চালনায় ছিলেন নর্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস। সমাবেশে তরিকুল সুজন বলেন, মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা এই সময়ের গুরুত্বপূর্ণ কাজ। পরাজিত শক্তি এখন নানা রকমভাবে ফন্দিফিকির করে দেশকে উত্তপ্ত করার চেষ্টা করছে। প্রশাসনকে মাঠে আরও দায়িত্বশীল ভূমিকা পালন এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। জেলা প্রশাসককে ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহতদের হত্যার বিচার, ক্ষতিপূরণ এবং আহতদের চিকিৎসার দায়িত্ব নিতে হবে এবং শহীদদের স্মরণে নামফলক নির্মাণসহ স্মৃতিস্তম্ভ নির্মাণ করতে হবে। এটা আমাদের প্রাণের দাবি। একই সঙ্গে পরিবহনখাতে চাঁদাবাজ এবং দখলদার উচ্ছেদ করে নারায়ণগঞ্জ টু ঢাকা বাস ভাড়া ৪৫ টাকা করতে হবে। অবৈধ অস্ত্র উদ্ধার করে নারায়ণগঞ্জকে সন্ত্রাসমুক্ত করতে হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত