ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

গণআন্দোলনে আহত ছাত্রদল নেতা ইমনের মৃত্যু

গণআন্দোলনে আহত ছাত্রদল নেতা ইমনের মৃত্যু

গত কয়েকদিন ধরে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মো. ইমন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এর আগে ৪ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনে মির্জাপুর উপজেলার গোড়াই নামক স্থানে গুলিবিদ্ধ হন তিনি। গতকাল রোববার সকাল ৬টায় ঢাকা মেডিকেল কলেজে মৃত্যুবরণ করেন তিনি। জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, টাঙ্গাইল জেলা শাখার অধীনস্থ গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মো. ইমন মিয়া। গত ৪ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনে মির্জাপুর উপজেলার গোড়াই নামক স্থানে তিনি গুলিবিদ্ধ হন। গত কয়েকদিন ধরে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৬টায় মৃত্যুবরণ করেন।

ছাত্র-জনতার এই গণআন্দোলনে স্বৈরাচারের নির্বিচার গণহত্যায় মৃত্যুর মিছিলে সর্বশেষ নাম মো. ইমন মিয়া। ছোটবেলা থেকেই রাজনীতি সচেতন ও দেশপ্রেমিক একজন মেধাবী তরুণ হিসেবে তিনি উন্নত, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের কাজে আত্মনিয়োগ করেন। জাতীয়তাবাদী আদর্শের একজন ত্যাগী ও একনিষ্ঠ কর্মী হিসেবে মো. ইমন মিয়া জীবনের শেষসীমা পর্যন্ত ন্যায্যতার আন্দোলনে ও দেশমাতৃকার স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় নিরলস ভূমিকা পালন করে গেছে। জীবন দিয়ে শহীদ ইমন দেশমাতৃকার প্রতি তার অপরিসীম ভালোবাসা প্রমাণ করে গেল। এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির মরহুম মো. ইমন মিয়ার আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবার ও আত্মীয়স্বজনের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত