দুই ইউপি চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
হালুয়াঘাট উপজেলার দুই ইউপি চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি নেতাকর্মী ও ভুক্তভোগী জনতা। গতকাল রোববার দুপুরে ভূবনকুড়া ও ধারা ইউনিয়নে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। ভূবনকুড়া ইউনিয়নের দীর্ঘসময়ের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম সুরুজ মিয়া ও ধারা ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহম্মেদ বিপ্লবের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতাদের সহযোগীতায় রাতের ভোটে অবৈধভাবে চেয়ারম্যান হয়েছেন। এরপর থেকেই সে বিচার বাণিজ্য, সার্টিফিকেট বাণিজ্যসহ বিএনপি সমর্থকদের নানাভাবে হয়রানি এবং অনিয়ম দুর্নীতি করে আসছে। তাই অবৈধ সরকারে অধীনে নির্বাচনে এই দুই ইউনিয়নের চেয়ারম্যানের পদত্যাগ ও অপসারণের দাবিতে আজকের এই বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত হয়। বক্তারা তাদের বক্তব্যে এই চেয়ারম্যানদেরকে অপসারণ না করা পর্যন্ত তাদের এই কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানান।