ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়নাধীন ‘মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ শীর্ষক প্রকল্পে দীঘ ৩১ বছর ধরে ৩য়, ৪র্থ, ৫ম, ৬ষ্ঠ ও ৭ম পর্যায়ে কর্মরত ৬৩২ জন বৈষম্যের শিকার জনবলকে চাকরিতে যোগদানের সময় থেকে ইসলামিক ফাউন্ডেশনে রাজস্বকরণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে প্রকল্পের আওতায় কর্মরত বিদ্যমান জনবল। গতকাল রোববার রাজধানীর আগারগাঁও এ ইসলামিক ফাউন্ডেশনের সামনে তারা এ কর্মসূচি করে। একপর্যায়ে দাবি আদায়ের লক্ষ্যে বিকালে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালককে আন্দোলনকারীরা অবরুদ্ধ করে রাখে।
সমন্বয়করা বলেন, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ‘মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পটি ১৯৯৩ সাল থেকে শুরু হয়। প্রকল্পটি ৩১ বছর ধরে অত্যন্ত সুনামের সঙ্গে দেশব্যাপী কার্যক্রম পরিচালনা করে আসছে। দেশব্যাপী বৈষ্যম্যবিরোধী ছাত্র-জনতার গণআন্দোলনের মাধ্যমে বৈষম্যের শিকার হওয়া চাকরিজীবী ও আমজনতার উপর জগদ্দল পাথরের মতো চেপে বসা বৈষম্যের অবসান শুরু হয়েছে। আমরাও বৈষম্যের অবসান চাই। তারা আরো বলেন, সরকারের প্রতিটি দপ্তরের কর্মচারীদের মতো সমহারে কাজ করেও কেবল প্রকল্পে কর্মরত থাকার কারণে বেতন বৈষম্যের শিকার হয়ে মানবেতর জীবনযাপন করছে। প্রকল্পের বিদ্যমান জনবল সরকারি চাকরির বয়স অতিক্রম করার কারণে প্রকল্প শেষে চাকরি হারানোর ভয়ে চরম হতাশায় জীবনযাপন করছে। প্রকল্পের বঞ্চিত ও হতাশাগ্রস্ত ৬৩২ জন নিয়মিত জনবলকে ইসলামিক ফাউন্ডেশনে আত্তীকরণ রাজস্ব খাতে স্থানান্তর করা হলে তারা মাঠ পর্যায়ে সরকারের সকল পলিসি বাস্তবায়নে অধিকতর সক্রিয় ভূমিকা পালন করবে।