উপ-কর কমিশনারের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বরগুনা প্রতিনিধি
বরগুনায় উপ-কর কমিশনার প্রীতিশ বিশ্বাসের বিরুদ্ধে ৫০ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও বরগুনার সাবেক পৌর মেয়র মো: শাহাদাত হোসেন। গত শনিবার বেলা সাড়ে ১২টায় বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাবেক পৌর মেয়র শাহাদাত হোসেন জানান, আমি বরগুনায় আল-মামুন এন্টারপ্রাইজ লিঃ-এর মাধ্যমে ঠিকাদারী ব্যবসা ও ঠিকাদারী কাজের জন্য পাথরঘাটার বাইনচটকী গ্রামে ওয়াপদার বেড়িবাঁধের বাইরে অনাবাদি জমিতে ২টি কোম্পানীর নামে ব্রিকফিল্ড চালিয়ে ইট এবং খোলা বাজার হইতে রড, সিমেন্ট ও অন্যান্য মালামাল ক্রয় করে মালামালগুলো পরিবহনের জন্য ১৪টি খোলা ট্রাক ২৪ মাসের কিস্তিতে এবং ২টি ট্রলার ক্রয় করে ঠিকাদারী কাজকর্ম চালিয়ে যাচ্ছি। কোম্পানী যে অর্থ বছরে নিবন্ধিত হয়েছে, সেই অর্থ বছর থেকে প্রতি বছর আমাদের প্রতিষ্ঠান আইন মোতাবেক আয়কর রিটার্ন দাখিল করি। যা সংশ্লিষ্ট আয়কর অফিস গ্রহণ করে দীর্ঘদিন ধরে নিয়মিতভাবে আমাদের প্রতিষ্ঠান হতে দাখিলকৃত আয়কর রিটার্ন সম্পন্ন হয়েছে এবং আমাদের প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানের পরিচালকদের কাছে আয়কর বাবদ কোনো অর্থ পাওনা নাই মর্মে প্রতি অর্থ বছরে প্রত্যয়নপত্র দিয়েছে। গত ২১ এপ্রিল বরগুনা উপ-কর কমিশনারের কার্যালয়, সার্কেল-১৫, কর অঞ্চল, বরিশাল, জানানো হয় ২০১৯-২০২০ ইং হইতে ২০২৩-২৪ ইং অর্থ বছর পর্যন্ত আমাদের প্রতিষ্ঠান এবং ব্যক্তির রিটার্ন সঠিকভাবে দাখিল করা হয়নি। যার ব্যাখ্যা ২৯ এপ্রিল তার দপ্তরে দাখিল করতে হবে। অন্যথায় আয়কর আইন-২০২৩-এর ২১২ ধারা মোতাবেক আয়কর মামলা করবর্ষ ২০১৯-২০২০ হতে ২০২৩-২৪ ইং অর্থ বছর পর্যন্ত পুনঃ উন্মোচন করা হবে।