ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

শেখ তাপসের আদালত অবমাননার শুনানি ২৫ আগস্ট

শেখ তাপসের আদালত অবমাননার শুনানি  ২৫ আগস্ট

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপসের বিরুদ্ধে আদালত অবমাননার মামলার শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করেছেন আদালত। গতকাল মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন। গত বছরের ১৪ আগস্ট আবেদনকারী আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ বিষয়ে শুনানির আদেশ দিয়েছেলেন। ওইদিন সুপ্রিমকোর্টের আপিল বিভাগে শুনানি করেন অ্যাডভোকেট মহসিন রশিদ ও অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব। ‘একজন চিফ জাস্টিসকেও নামিয়ে দিয়েছিলাম’ মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের এমন বক্তব্য নিয়ে আপিল বিভাগে আদালত অবমাননার আবেদনের শুনানির জন্য দিন ধার্য ছিল। গত বছরের ২০২৩ সালের ৫ জুন আপিল বিভাগ মেয়র তাপসের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদনের শুনানির জন্য ১৪ আগস্ট দিন ধার্য করেন। তারই ধারাবাহিকতায় সেটি শুনানির জন্য আসে গতকাল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত