সিরাজগঞ্জে পৌর সাবেক মেয়রসহ ৩৯ জনের বিরুদ্ধে মামলা
প্রকাশ : ২২ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার সাবেক মেয়র মনির আক্তার খান তরু লোদীসহ ৩৯ জনের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভন? অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। পৌর নির্বাচনে প্রার্থী যুবদল নেতা মাহমুদুল হাসান সজল বাদী হয়ে শাহজাদপুর চৌকি আদালতে গত মঙ্গলবার এ মামলা করেছেন। এ মামলার বাদী উল্লেখ করেন, আসামিরা দীর্ঘদিন ধরে দাঙ্গাবাজি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কাজের সঙ্গে যুক্ত। তারা উভয়ই পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দিদ্বতা করা তরু লোদী বাদীকে নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য হুমকি দিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। পৌর নির্বাচনী প্রচারণা করার সময় উল্লেখিত আসামিরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মাহমুদুল হাসান স্বজল ও তার নেতাকর্মীদের উপরে হামলা মারপিট করে ব্যবহৃত ৪টি মোটরসাইকেল, বেশ কয়েকটি মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয় এবং অস্ত্রের মুখে জিম্মি করে বাদীকে তার বাড়িতে নিয়ে আলমারি ভেঙে নগদ ২০ লক্ষ টাকা, ১৯ লাখ টাকার গহনা লুটপাট ও ২ লাখ টাকা মূল্যের আসবাবপত্র, দরজা জানালা ভাঙচুর করে চলে যায়। মামলায় আরো উল্লেখ করা হয় আসামি তরু লোদী তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার খালাতো ভাই পরিচয়ে নির্বাচন সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে প্রভাবিত করে। ধানের শীষের এজেন্টদের সকল কেন্দ্র থেকে মারধর করে বের করে দিয়ে নৌকা প্রতীকে জাল ভোট দিয়ে অবৈধভাবে নির্বাচিত হয়।