ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বন্যা মোকাবিলায় পানিসম্পদ মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

বন্যা মোকাবিলায় পানিসম্পদ মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান বলেছেন, আকস্মিক বন্যায় বিপদগ্রস্ত জনগণকে সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে। আশ্রয় শিবিরে প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করার তাগিদ দিয়ে তিনি বলেন, বন্যায় মানুষের দুর্ভোগ প্রশমনে কোনো অবহেলা বা কোনো কর্মকর্তার বিষয়ে অভিযোগ হলে তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। গতকাল বৃহস্পতিবার মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বন্যা মোকাবিলায় জরুরি প্রস্তুতিমূলক সভায় এসব কথা বলেন পানিসম্পদ সচিব। পানিসম্পদ সচিব বলেন, বন্যাদুর্গত জনগণকে উদ্ধারে পর্যাপ্ত নৌযানের ব্যবস্থা গ্রহণ করতে হবে, প্রয়োজনে নৌযান ভাড়া করতে হবে। তারুণ্যের শক্তি কাজে লাগাতে হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত