রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. শাহ আজম পদত্যাগ করেছেন। বৈষম্য বিরোধী আন্দোলনের মুখে তিনি গতকাল বৃহস্পতিবার বিকালে এ পদত্যাগ করেন এবং এ পদত্যাগ পত্র শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের আচার্যর বরাবর প্রেরণ করেছেন। এ পদত্যাগের বিষয়টি ভিসি নিজেই নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, আমি পদত্যাগ করার মনস্থির করেছিলাম কয়েকদিন পূর্বে। কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা আমাকে ১৩ দফা দাবিনামা দেয়। যেখানে তারা আমার পদত্যাগ দাবি করেনি। আমি তাদের ১৩ দফার বেশিরভাগই বাস্তবায়ন করেছি। দু’একটা দাবির বাস্তবায়ন প্রক্রিয়াধীন। এমতাবস্থায় শিক্ষার্থীরা আমার পদত্যাগ দাবি করেছে এবং অধিকাংশ শিক্ষার্থী আমাকে থেকে যেতে অনুরোধ করলেও তাদের অনুরোধ রাখতে পারিনি। এরআগে বৃহস্পতিবার দুপুর থেকে ভিসির পদত্যাগের দাবীতে শিক্ষার্থীরা অনশন শুরু করে এবং রবির অর্থনীতি বিভাগের শিক্ষক সহকারী প্রক্টর নজরুল ইসলাম, বাংলা বিভাগের শিক্ষক সহকারী প্রক্টর মাইনুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক সহকারী প্রক্টর নুসরাত দিশাসহ ৫ জন শিক্ষক আগামী রোববার পর্যন্ত অনশন কার্যক্রম বন্ধ রাখার অনুরোধ করেন। তাদের এ অনুরোধ শিক্ষার্থীরা প্রত্যাখান করেন এবং তারা সাংবাদিকদের বলেছেন, গত ৩ দিন ধরে আমরা ভিসির পদত্যাগের দাবি জানিয়ে আন্দোলন করে আসছি। কিন্তু ভিসি তা কর্ণপাত না করায় আজ থেকে এই আমরণ অনশন শুরু করেছি। ভিসির পদত্যাগ ছাড়া আমরা এ অনশন থেকে সরে আসব না বলে শিক্ষক প্রতিনিধিদের সাফ জানিয়ে দেয়া হয়।