রাজধানীর রাজারবাগ ছুরিকাঘাতে ‘পাঠাও’ চালক নিহত

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

রাজধানীর সবুজবাগ থানাধীন রাজারবাগ বাগপাড়া এলাকায় পূর্বশত্রুতার জেরধরে মাদক কারবারিদের ছুরিকাঘাতে মো. আলমগীর (২৬) নামের এক যুবক নিহত? হয়েছে। পেশায় তিনি রাইড শেয়ারিং প্রতিষ্ঠান ‘পাঠাও’-এর সঙ্গে যুক্ত ছিলেন। গতকাল এ ঘটনায় সবুজবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহতের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেন উপ-পরিদর্শক (এসআই) নয়ন কুমার। তিনি বলেন, মামলায় চারজনের নাম উল্লেখ করে ছয়জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে বলেও জানান এসআই। নিহতের মামা বেলাল হোসেন বলেন, বাগপাড়া এলাকায় অলি (৩০) ও আলী (২৮) নামের আপন দুই ভাই নাদির হত্যা মামলার আসামি। তাদের সঙ্গে পূর্বে আলমগীরের সম্পর্ক ছিল। তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল, জোর করে আলমগীরকে দিয়েও মাদক বিক্রি করাতো। তিনি আরো বলেন, কিছুদিন আগে আলমগীর একটি মোটরসাইকেল কিনে রাইড শেয়ারিং শুরু করেন। এ দিয়েই তার সংসার চালাতো। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে বাগপাড়া এলাকায় অলি ও আলী পূর্বের মাদক ব্যবসায়িক টাকা পয়সা সংক্রান্ত বিষয়ে তর্ক-বিতর্কের এক পর্যায়ে আলমগীরকে বুকে ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা সেখান থেকে তাকে রাতে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে সবুজবাগ থানা পুলিশকে খবর দিয়ে তার লাশ উদ্ধার করে শুক্রবার ভোরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছেন। নিহত আলমগীর জামালপুর সদর উপজেলার নারায়ণপুর গ্রামের ফজল মিয়ার ছেলে। বর্তমানে দক্ষিণ রাজারবাগ বাগপাড়া এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। ৯ মাস বয়সি তার এক কন্যাসন্তান রয়েছে। দুই ভাই দুই বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়।